সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

২১ সেপ্টেম্বর বিচার বিভাগের রোডম্যাপ দিবেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের অধঃস্তন আদালতের বিচারকদের উদ্দেশে আগামী ২১ সেপ্টেম্বর অভিভাষণ প্রদান করবেন। বাংলাদেশ সুপ্রীম কোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। যেখানে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতির অভিষেক ভাষণে উল্লিখিত বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়ে বিশদ আলোকপাত করবেন।
উল্লেখ্য, গত ১০ আগস্ট বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে, ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM