শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চলছে ঢামেকসহ সারাদেশে

নিজস্ব ডেস্ক: অস্থিরতা কাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় আজ থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করেছে সারাদেশের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অস্থিরতা চলছিল সারা দেশেই।

খোঁজ নিয়ে জানা যায়, আজ ঢাকা মেডিক্যালসহ ঢাকার সব মেডিক্যাল চলছে রুটিন নিয়মে। চলছে আউটডোর ও ইনডোর সেবা। সকাল ৮টা থেকেই চালু হয়েছে আউটডোর সেবা। হাসপাতালগুলোতে নিরাপত্তায় নিয়োজিত আছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

এর আগে, দুইদিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার চালু হয়েছিল ঢামেকের আউটডোর সেবা। সকাল ১০টা থেকে সেনাবাহিনী-বিজিবির নিরাপত্তা বলয়ে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসক দেখাতে পারছেন রোগীরা। তবে রোগীর চাপ কিছুটা কম।

আন্দোলনের সমন্বয়ক চিকিৎসকরা জানান, আজ সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজসহ দেশের অন্যান্য হাসপাতাল থেকে আমরা চিকিৎসাসেবা পুরোদমে চালু করেছি। ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে সেনাবাহিনি, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। তবে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিরাপত্তায় যথেষ্ট সদস্য উপস্থিত নেই।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM