সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

পাকিস্তান সিরিজ শেষে কে কি পুরস্কার পেলেন

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করে সিরিজ জয় করেছে বাংলাদেশ। ইতিহাস তো বটেই, দেশের ক্রিকেট ইতিহাসেরও অন্যতম এক সেরা সিরিজ এটি। সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্ট জিতেছে ৬ উইকেটে। দুই ম্যাচে ১৫৫ ও ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তান সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে তর্কটা অনেক আগে থেকেই, সাকিবের পর মিরাজই কী দেশের সেরা অলরাউন্ডার! পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই ভালো খেলেছেন। ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখেছেন, হয়েছেন সিরিজসেরা।

পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন লিটন। দ্বিতীয় ও শেষ টেস্টে ৩৯ বলে ৪০ রান করে স্ট্রাইকার অব দ্য ম্যাচ হয়েছেন জাকির হাসান। দলের বিপর্যয়ে ৭৮ রানের ইনিংস খেলে এনার্জিটেক ব্যাটার হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে আউটস্ট্যান্ডং পারফরর্মারের পুরস্কার পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। ২২৮ বলে ১৩৮ রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন লিটন দাস।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM