সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

হঠাৎ গায়িকার মৃত্যুতে হতবাক ব্যান্ড দল

বিনোদন ডেস্ক: মারা গেছেন ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর। গত ৩০ আগস্ট মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২।

সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যানিয়েলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে এক বিবৃতিতে দিয়েছে ব্যান্ডটি। তবে এখনও গায়িকার মৃত্যুর কারণ জানা যায়নি।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী ওই বিবৃতিতে তারা জানায়, খুব দুঃখজনক পরিস্থিতিতে মারা গেছেন গায়িকা ড্যানিয়েল। আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না খবরটি। আমরা এও জানি আপনাদেরও একই অনুভূতি হবে।

আমাদের অনেক দিয়েছেন ড্যানিয়েল। আমরা তাকে ভীষণ ভালোবাসি। তার হঠাৎ মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে। ড্যানিয়েলে প্রেম, ভালোবাসা, সমবেদনার সংগীতের মধ্যে জীবন অতিবাহিত করছিলেন। আমরা তাকে অন্তঃস্থল থেকে অনেক অনেক মিস করব।

প্রসঙ্গত, ২০০২ ‘ক্রেজি পি’-এ যোগ দেন ড্যানিয়েল ম্যুর। পাশাপাশি অস্ট্রেলিয়ান অর্কেস্ট্রেটর ও সুরকার টিম ডেভিস এবং ম্যাভ কেন্ড্রিকস অন কি’র সঙ্গে সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন তিনি। ড্যানিয়েলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীত জগতে।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM