আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে একটি কারাগার থেকে পালানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১২৯ জন নিহত হয়েছে। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গত রোববার রাত দুইটার দিকে রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগারে ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার ভোরে এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকু বলেছেন, কারাগারের প্রশাসনিক ভবনের খাদ্য ডিপো এবং একটি হাসপাতালেও আগুন লেগেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রায় ৫৯ জন আহত হয়েছেন। এদিকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
শাবানি লুকু একটি ভিডিও বিবৃতিতে বলেন, মাকালা কেন্দ্রীয় কারাগারে থেকে অনেক অপরাধী পালানোর চেষ্টার ফলে প্রাণহানি এবং উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
তবে এর আগে একজন কারা কর্মকর্তা বলেছিলেন, কোনো বন্দি পালাতে সফল হয়নি। যারা পালানোর চেষ্টা করেছিল তাদের হত্যা করা হয়েছিল। সরকার ঘটনার তদন্ত করছে।
বন্দিরা সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে, তারা প্রচণ্ড গুলির শব্দ শুনেছে। পাশাপাশি বাইরে বন্দিদের আওয়াজও শুনতে পেয়েছে। সূত্র: রয়টার্স
একে