সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আগামীকাল মুক্তি পাচ্ছে ‘একটি খোলা জানালা’

বিনোদন ডেস্ক: ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি খোলা জানালা মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৮ জুলাই। কিন্তু তখন দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কনটেন্টের মুক্তি স্থগিত করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। অবশেষে আসছে স্বল্পদৈর্ঘ্য ছবিটি। গতকাল এক ফেসবুক পোস্টে প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামীকাল বুধবার কনটেন্টটি মুক্তি পাবে।

মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রের গল্পটা এমন, কেশবপুর এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন ভিকি জাহেদ। ইতিমধ্যে সিরিজ ও টিভি নাটকে পরিচিতি পেয়েছেন তিনি। আবারও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন রেডরাম, তিথিডোর, পুনর্জন্মর নির্মাতা। ভিকি বলেন, এটিও একটি নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ারের শুরুতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছিলাম। অনেক দিন পর আবারও বানালাম।

এতে দুই নার্সের চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া। ফারিণ জানান, এবারই প্রথম এ ধরনের চরিত্র করলেন। তাঁর ভাষ্যে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প আমার ভালো লাগে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প শুনে খুব ভালো লেগেছে।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM