শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

বিমানবন্দরে দুই নারীর ভ্যানিটি ব্যাগ মিলল ৩ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত দুই নারীর ভ্যানিটি ব্যাগ থেকে প্রায় ৩ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস বিভাগ। জব্দ করা এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় দুই নারী যাত্রী ছনিয়া আক্তার ও সালমা বেগমকে আটক করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে দুই নারীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার মোট ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নারী যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-148 দিয়ে ঢাকায় আসেন। বিমানবন্দরে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের ব্যাগ গ্রিন চ্যানেলে চেক করা হয়। স্ক্যানিংয়ে স্বর্ণের অস্তিত্ব পাওয়া গেলে ব্যাগ খুলে পরীক্ষা করা হয়। এর মধ্যে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডলে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।
আটকদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় চোরাচালান আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM