নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য জানান।
তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
মঞ্জুর ঘনিষ্ঠ সহযোগী জানান, মঞ্জু তার ধানমন্ডির বাসা থেকে অন্যত্র যাওয়ার জন্য বের হলে গোয়েন্দাদের একটি দল তাকে তুলে নিয়ে যায়।