রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: নাহিদ রানার কাছে যেন অসহায় আত্মসমর্পণ করলেন পাকিস্তানের তিন ব্যাটার- শান মাসুদ, বাবর আজম ও সউদ শাকিল। নির্ভর করার মতো তিন ব্যাটারকে হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।

সর্বশেষ শাকিলকে উইটেরক্ষক লিটনের ক্যাচ বানান রানা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরত যান পাকিস্তান সহ অধিনায়ক। এর আগে বাবর ও মাসুদকে আউট করেন রানা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৯৭ রান। মোহাম্মদ রিজওয়ান ২১ আর সালমান আলি আগা ৪ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের লিড এখন ১০9 রানের।

সোমবার রাওয়ালপিন্ডি টেস্টে ৯ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। অন্যদিকে এই দিনের প্রথম উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। সাইম আইয়ুবকে ২০ রানে ফেরান টাইগার পেসার। তাসকিনের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

দল চাপে থাকলেও স্বভাবসুলভ হয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন মাসুদ। সতর্কতার পাশাপাশি বাউন্ডারিও নিচ্ছিলেন তিনি। তবে পাকিস্তান অধিনায়কের বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার তত্ত্ব বেশিক্ষণ কার্যকর হতে দেননি রানা। শর্ট লেন্থের বল দিয়ে মাসুদকে (৩৪ বলে ২৮) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবরের উইকেটও তুলে নেন রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ হন বাবর (১৮ বলে ১১)।

এর আগে গতকাল রোববার ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। ব্যাট করতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। মাত্র ৩ রান করেন ওপেনার আব্দুল্লাহ শফিক। ০ রানে আউট হন খুররম শেহজাদ। দুটি উইকেটই পান হাসান মাহমুদ। এরপর দিনের খেলা শেষ হয়।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM