সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনে স্বপ্নের শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:  সোমবার ২য় টেস্টে চতুর্থ দিনের নবম ওভারেই পাকিস্তানের তৃতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব (৩৫ বলে ২০ রান)। ১৩ ওভার শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ৫০।

সকালে এক প্রান্ত থেকে টানা ছয় ওভার বল করেছেন তাসকিন আহমেদ। তাঁকে বিশ্রাম দিয়ে নাহিদ রানার হাতে বল তুলে দিতেই তৃতীয় ডেলিভারিতে উইকেট পায় টাইগাররা। গুড লেন্থের বল বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে চেয়েছিলেন শান মাসুদ। বল তাঁর ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে লিটন দাসের হাতে (৩৪ বলে ২৮ রান)। পাকিস্তান হারায় চতুর্থ উইকেট।

ক্রিজে ব্যাটসম্যান সৌদ শাকিল ০ ও ৯ রান নিয়ে অপরাজিত বাবর আজম। পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৬২। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ৭৪ রানে। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM