রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

রিয়াল বেটিসের বিপক্ষে এমবাপের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক: লা লিগায় তিনটি ম্যাচ খেললেও স্কোরশিটে নাম লেখাতে পারেননি কিলিয়ান এমবাপে। যে কারণে ফরাসি তারকাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। এমবাপের সমালোচনা মাথা ঠান্ডা রেখে শুনতে হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। জানিয়েছিলেন, এমবাপের অফফর্ম নিয়ে হতাশ নন তিনি, বরং আত্মবিশ্বাসী। যে কারণে নাম্বার নাইনকে এক ম্যাচের জন্য বসিয়ে রাখেননি ইতালিয়ান এই কোচ।

আনচেলত্তির সেই আত্মবিশ্বাসের প্রমাণ গতকাল রোববার রাতে দিলেন এমবাপে। নিজের দিনে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটিও বুঝিয়ে দিলেন ফরাসি তারকা। অনেকগুলো আক্রমণ ব্যর্থ হলেও দুইবার লক্ষ্যভেদ করেছেন তিনি। অর্থাৎ জোড়া গোল করেই লা লিগার স্কোরশিটে নাম লেখালেন এমবাপে।

এমবাপের দিনে রিয়াল বেটিসের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় চলতি মৌসুমে চার ম্যাচে এটি রিয়ালের দ্বিতীয় জয়। বাকি দুটি ম্যাচ ড্র করেছিল এমবাপেরা।

একে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM