শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: দেশ ছেড়ে পালানোর সময় কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।
জানা যায়, শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচারকালে নৌবাহিনীর একটি টিম বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে বার্জে উত্তোলনকালে ২টি কন্টেইনারে থাকা ক্যাবল জব্দ করে। এসময় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এরপর জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট এমডি আবুল কালামসহ অনেকের নাম বেরিয়ে আসে। পরে এমডি আবুল কালাম আজাদসহ ৮ জনকে আসামি করে মামলা করা হয়। সেই মামলায় আবুল কালাম আজাদকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয় বলে মহেশখালীতে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এদিকে হাজার কোটি টাকা দুর্নীতি ও প্রকল্পের স্ক্র্যাপ-তামা ক্যাবল চুরির সিন্ডিকেটের প্রধান হয়ে কাজ করেছিলেন আটক এমডি আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। সেই সিন্ডিকেট স্থানীয় মাতারবাড়ির কয়েকজন ব্যবসায়ী জড়িত আছেন বলে অভিযোগ রয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM