সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

কনসার্টে মঞ্চ ভেঙে গায়কের মৃত্যু

বিনোদন ডেস্ক: কনসার্ট চলাকালীন দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন দুর্ঘটনায় আহত হয়েছেন বহু গায়ক। তবে এবার ব্যতিক্রমী এক দুর্ঘটনায় শোকে বিহ্বল সংগীতপ্রেমীরা। কনসার্ট চলাকালীন স্টেজ ভেঙে পড়ে মৃত্যু হলো জনপ্রিয় গায়ক ফ্যাটম্যান স্কুপের।

৫৩ বছর বয়সী মার্কিন র‌্যাপার ফ্যাটম্যান স্কুপ শো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে মারাত্মক আহত হন। হাসপাতালে নিলে মৃত্যু হয় তার। শুক্রবার (৩০ আগস্ট) এমন ঘটনা ঘটেছে। ওই গায়েকের একজন প্রতিনিধি বিবিসিকে এমন তথ্য জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনুসারে, হামদের শহরের সেন্টার পার্কে আয়োজিত কনসার্টে ওই গায়ক তার শো এর প্রায় অর্ধেক সময় শেষ করেছিলেন। তখনই স্টেজ ভেঙে পড়ে।

হামদের শহরের মেয়র লেউরেন গ্যারেট ফেসবুক পোস্টে জানিয়েছেন, স্টেজ ভেঙে পড়ার পরই ওই গায়ককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

সামাজিক মাধ্যমে স্কুপের পরিবার জানান, একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটলো, যিনি মঞ্চ ও জীবনের জন্য ছিলেন আলোর উৎস।

স্কুপ ফ্যাটম্যান একজন বিশ্বব্যাপী পরিচিত গায়ক। ১৯৯০-এর দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ দৃশ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্কুপ মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কার বিজয়ী গান ‘লুজ কন্ট্রোল’ এবং মারিয়া কেরির ‘ইটস লাইক দ্যাট’সহ জনপ্রিয় গানে অংশ নিয়েছেন।

স্কুপের জনপ্রিয় হিট গান ‘বি ফেইথফুল’, যেটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল এবং ২০০৩ সালে আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করে।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM