স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ প্রথম ম্যাচে জয়ের পর একই মাঠে গতকাল নামার কথা ছিলো উভয়দলের। তবে বৃষ্টি বাঁধ সাধে। দ্বিতীয় দিনে টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৭৪ রানে গুটিয়ে গেছে গ্রীণম্যানরা। স্বাগতিকদের গুড়িয়ে দিতে ৫ উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন মেহেদী মিরাজ।
দিনশেষে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০ রান করে ২৬৪ রানে পিছিয়ে আছে। উইকেটে সাদমান ইসলাম ৬ রানে এবং জাকির হাসান ০ রানে ব্যাটিংয়ে আছেন।
দ্বিতীয় দিনের শুরুতে প্রথম সেশনের প্রথম ওভারে ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান পেসার তাসকিন আহমেদ। তবে এরপর উদযাপনের সুযোগটা প্রথম সেশনে সেভাবে আসেনি বাংলাদেশের সামনে। পাকিস্তানের দুই ব্যাটার সাইম আইয়ুব আর শান মাসুদ মিলে প্রথম সেশনের বাকি সময়টা নিজেদের করে নেন। তবে দ্বিতীয় সেশনে পাল্টে যায় দৃশ্যপট। একে একে চার ব্যাটরকে হারায় পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ ৫৭, সাইম আইয়ুব ৫৮, সাউদ শাকিল ১৬ ও বাবর আজম ৩১ করে প্যাভিলিয়নে ফিরলে বাংলাদেশ ম্যাচে ফেরে।
এরপর তৃতীয় সেশনের শুরুতে পেসার নাহিদ রানা মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট লাভ করেন। দলীয় ২১১ রানে ৬ষ্ঠ ব্যাটার হিসেবে ব্যাক্তিগত ২৯ রান করে সাজঘরে ফেরেন রিজওয়ান। মেহেদী মিরাজ নিজের ৩য় এবং ৪র্থ উইকেট লাভ করেন ৭ম ও ৮ম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরা খুররম শাহজাদ (১২) ও মোহাম্মদ আলিকে (২) ফিরিয়ে। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন সালমান আঘা। টেস্ট ক্রিকেটে নিজের ৭ম ফিফটি তুলে নেন এই ব্যাটার। তবে অপরপ্রান্তে উইকেট পড়ে যাওয়ায় বেশী আগ্রাসী হয়ে খেলতে গিয়ে তাসকিনের বলে উইকেট হারান সালমান। ৯৫ বলে ৩ চার ২ ছয়ে ৫৪ রান করে তিনি সাজঘরে ফিরলে পরের ওভারের প্রথম বলেই আবরারকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট ‘ফাইফার’ লাভ করেন মিরাজ।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে মেহেদী মিরাজের ৫ উইকেট লাভের পাশাপাশি তাসকিন আহমেদ ৩ উইকেট নেন। এছাড়া সাকিব আল হাসান ও নাহিদ রানা ১টি করে উইকেট লাভ করেন।
এনএইচ