সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

অ্যাঞ্জেলিনা জোলিকে দাঁড়িয়ে সম্মান, আনন্দে কাঁদলেন তিনি

বিনোদন ডেস্ক: জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হলিউডের বিশ্ব তারকা অ্যাঞ্জেলিনা জোলি। পরিবার, সন্তান, বিচ্ছেদ ও জীবন নিয়ে নানা জটিলতার মধ্য দিয়ে কাটছে তার সময়। তবে মানসিকভাবে নিজেকে অটুট রাখছেন তিনি। প্রতিটি মুহূর্তই মোকাবিলা করেছেন নিজের সাহস, মনের জোর ও সামর্থ্য দিয়ে। যা নিয়ে হলিউডভিত্তিক বেশকিছু গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন এই তারকা। এবার তিন বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হলেন জোলি।

গতকাল (২৯ আগস্ট) ভেনিস লিদোতে উৎসবের প্রাণকেন্দ্র পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্দে থিয়েটারে ‘মারিয়া’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।

আগেই জানা গিয়েছিল ইউরোপের মর্যাদা সম্পূর্ণ চলচ্চিত্র উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হবে তার নতুন সিনেমা ‘মারিয়া’। সিনেমাটি শেষ হওয়ার পর উপস্থিত দর্শক ৮ মিনিট করতালি দিয়ে জোলিসহ সিনেমার গোটা টিমকে সম্মান জানান। যা দেখে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। সবার সামনেই কেঁদে দিলেন জোলি।

সংবাদ সম্মেলনে জোলি বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র। শুটিংয়ের সময় নিজেকে অন্য গ্রহের মতো লেগেছে, কারণ এবারই প্রথম আমাকে অভিনয়ের সময় গাইতে হয়েছে। আমি সত্যিই খুব নার্ভাস ছিলাম।’

এটি মার্কিন অপেরা গায়িকা মারিয়া কালাসের বায়োপিক ‘মারিয়া’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলিকে। পৃথিবীর সেরা অপেরা গায়িকাদের একজন মারিয়া। এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আগেই তিনি জানিয়েছিলেন, এটি তার জন্য গর্বের। এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে ‘মারিয়া।’ সিনেমাটি পরিচালনা করেছেন পাবলো লরেইন।

আশা করা হচ্ছে, আগামী অস্কারে ‘মারিয়া’র সুবাদে ফেভারিট থাকবেন জোলি। ছবিটি তাকে ১৫ বছর পর অস্কারে সেরা অভিনেত্রীর দৌড়ে নিয়ে আসতে পারে। ২০০০ সালে ‘গার্ল ইন্টারাপ্টেড’ সিনেমার সুবাদে সেরা পার্শ্ব অভিনেত্রী শাখায় আমেরিকান এই তারকা অস্কার জিতেন।

এনএইচ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM