সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মৃত হামাস নেতা খালেদ মেশালকে হত্যার হুমকি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক: গত ৩১ জুলাই ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম নেতা ইসমাইল হানিয়েহকে হত্যা করা হয়। এবার হামাসের প্রধান খালেদ মেশালকে হত্যা করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ।

মিশরের বার্তা সংস্থা মিসরি আশ-শারুক খবর জানিয়ে বলেছে, ইসরায়েল জুড়ে আত্মঘাতী অভিযান শুরু হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তেল আবিব সরকার। এমনকি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ খালেদ মেশালকে পর্যন্ত হত্যা করার হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, খালেদ মেশালকে হত্যা করার যে ইচ্ছা তেল আবিবের রয়েছে তা বাস্তবায়ন করবে ইসরাইল সরকার। মেশাল ও হামাসে তার সহকর্মীদের শিগগিরই হত্যা করবে তেল আবিব।

উল্লেখ্য, ২৭ বছর আগে ইসরাইলি গুপ্তহত্যা থেকে বেঁচে যান খালেদ মেশাল। সিরিয়ার রাজধানী দামেস্কে ১৯৯৭ সালে ইসরাইলি হত্যাপ্রচেষ্টা থেকে বিস্ময়করভাবে প্রাণে রক্ষা পান তিনি। এ সম্পর্কে কাতজ বলেন, এবারের অভিযান হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যার ফলে তা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না। এনএইচ

পার্সটুডে

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM