রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, শুরুতেই তাসকিনের উইকেট

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশে বাংলাদেশের এক পরিবর্তন ও পাকিস্তানের এসেছে দুটি। বৃষ্টিতে ম্যাচের প্রথম দিনের খেলা ভেসে যাওয়ার পর শনিবার দ্বিতীয় দিনের সকালে অনুষ্ঠিত হয়েছে টস।

কুঁচকিতে চোট পাওয়ায় রাখা হয়নি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। তার জায়গায় খেলবেন পেসার তাসকিন আহমেদ। পাকিস্তানের একাদশে বদল এসেছে দুটি। শাহিন শাহ আফ্রিদি ও ডানহাতি পেসার নাসিম শাহকে। তাদের পরিবর্তে খেলবেন বাঁহাতি পেসার মীর হামজা ও লেগ স্পিনার আবরার আহমেদ।

এদিকে ১৪ মাস পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। ম্যাচের শুরুতেই নতুন বলটা তাঁর হাতেই তুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। আস্থার প্রতিদান দিয়ে ম্যাচের ষষ্ঠ বলেই তাসকিন যা করলেন, সেটিকে নতুন বলে একজন পেসারের স্বপ্নের ডেলিভারি বলাই যায়। ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান না দেওয়া তাসকিন শেষ বলটি করলেন অফ স্টাম্পের একটু বাইরে ভালো লেন্থে। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিক ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন

উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতেই অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছিল ১০ উইকেটের ঐতিহাসিক জয়। এই ম্যাচে জিতলে বা ড্র করলে সিরিজ জিতবে বাংলাদেশ। যা পাকিস্তানের মাঠিতে যেকোনো সংস্করণে প্রথম সিরিজ জয় হবে। এআরএস

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM