সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ছেলে-মেয়েদের গুড টাচ ব্যাড টাচের শিক্ষা দেওয়া জরুরি: ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: তারকা থেকে সাধারণ মানুষ ভারতে ধর্ষণের পর হত্যার ঘটনায় সকলেই প্রতিবাদ করছেন। সমাজে নারীদের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে চলছে বিভিন্ন আলোচনা। এপর্যায়ে আওয়াজ তুলেছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি ছেলে-মেয়েদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতন করার পরামর্শ দিয়েছেন।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, স্কুলে এখন ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য শেখানো হয়। প্রতিটা স্কুলেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া জরুরি। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই শিক্ষাটা দেওয়া দরকার।

দু’বছরের বাচ্চাকে দেখেও যৌন আকাঙ্ক্ষা হয়? এই সব ভেবেই আমি হয়রান হয়ে যাই। মানুষের মানসিকতা কতটা বিকৃত হলে এটা সম্ভব! সমাজটাই কতটা বিকৃত হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, ছেলেদেরও বোঝানো উচিত তাদের কীভাবে চলা উচিত। সম্মানের সঙ্গে বাঁচতে হলে কী কী করা উচিত আর কী করা উচিত নয়, তা এখনও বলা না হলে অনেকটা দেরি হয়ে যাবে। ঋতুপর্ণা সেনগুপ্ত মনে করেন, ছেলেদের শেখানো উচিত নারীদের সঙ্গে কেমন আচরণ করা উচিত।

তিনি বলেন, ছেলেদের বোঝানো উচিত, তারা যেন সীমা অতিক্রম না করে। ওদের শেখাতে হবে, নারীদের কীভাবে সম্মান করতে হয়, কোন চোখে দেখা উচিত। ছেলে-মেয়ে নির্বিশেষে কারও কখনও সীমা অতিক্রম করা উচিত নয়।

অভিনেত্রী বলেন, বয়স দেখে তো অঘটন আসে না এখন। পাঁচ বছরের শিশুকন্যা বা ৭০ বছরের বৃদ্ধা, কারও কোনও নিরাপত্তা নেই। তাই নির্দিষ্ট বয়সে পৌঁছলে মেয়েকে সচেতন করব, এমন নয়। জ্ঞান হওয়ার পর থেকেই তাকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করা প্রয়োজন। কারণ বয়স নির্বিশেষেই অঘটন ঘটতে থাকছে। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM