সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

যেমন থাকবে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের আবহাওয়া

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির পেটে ঢুকে যাওয়ায় প্রশ্ন উঠেছে আগামীকাল দ্বিতীয় দিনের আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অবশ্য ক্রিকেট সমর্থকদের আশা দেখাচ্ছে। সব ঠিক থাকলে শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় দুই দল দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামবে।

আবহাওয়া নিয়ে আগামীকালের পূর্বাভাস বলছে, আগামীকাল রাওয়ালপিন্ডির আবহাওয়া আজকের চেয়ে ভিন্ন থাকবে। যেখানে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। ফলে রাওয়ালপিন্ডিতে রৌদ্রোজ্জ্বল একটি দিন দেখার কথা রয়েছে। ফলে কাল নির্ধারিত সময়েই শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তানের খেলা। তবে টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের খেলায় ফের বৃষ্টি হানা দিতে পারে।

তবে দ্বিতীয় বৃষ্টি না হলেও সমস্যা হিসেবে দেখা দিতে পারে অতিরিক্ত গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা খেলা। সেই সময় রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। দিন যত গড়াবে সেই তাপমাত্রা বাড়ার কথা রয়েছে।

এর আগে সিরিজের প্রথম টেস্টও হয়েছিল এই ভেন্যুতে। ওই ম্যাচেও প্রথমদিনের অর্ধেক সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, যদিও পরে ৪১ ওভারের খেলা হয়। বাকি চারদিনের লড়াই শেষে প্রথমবারের টেস্টে পাকিস্তানকে হারানোর ইতিহাস গড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল জিতে নেয় ১০ উইকেটের বড় ব্যবধানে। ফলে দ্বিতীয় টেস্ট দিয়ে তাদের সামনে সিরিজ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM