নিজস্ব প্রতিবেদক: বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মওলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এবং গরিব মানুষের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। সেই আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। তিনি বলেন, বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব দেওয়া যাবে না। বঙ্গবন্ধুকে সম্মান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় কাদের সিদ্দিকী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আমি সমর্থন করেছি। আমি আগেও বঙ্গবন্ধুর ছিলাম, যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে ধারণ করে বেঁচে থাকব।
বঙ্গবীর বলেন, শেখ হাসিনা যতক্ষণ বঙ্গবন্ধুর আদর্শে থাকবেন, ততক্ষণ আমিও তার সঙ্গে থাকবো। আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ ও রাসুল ছাড়া আর কাউকে পরোয়া করি না। আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসার পরে আমার প্রেম ও ভালোবাসা সমস্তটাই বঙ্গবন্ধুকে ঘিরে। বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিকশাওয়ালা হতাম, না হয় একজন রাখাল হতাম। বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। অনেকেই দেশপ্রেমের কথা বলে কিন্তু দেশপ্রেম এত সহজ নয়। অনেক প্রতিঘাত সহ্য করে দেশপ্রেম অর্জন করতে হয়।
এ সময় উপস্থিত ছিলেন তার ভাই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মো. লতিফ সিদ্দিকী ও টাঙ্গাইলের কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।