সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বন্যা কবলিত এলাকায় বুবলী, পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ পানি

বিনোদন প্রতিবেদক: বন্যার্ত মানুষ গুলোকে কাছ থেকে দেখে কষ্ট গুলো আরও দ্বিগুণ অনুভব হলো । আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষ গুলোর কাছাকাছি থাকতে কারন এটা আমার মানসিক শান্তি । এভাবেই বললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বুবলী। বুবলী নোয়াখালির মেয়ে।

বৃহস্পতিবার (২৯ন আগস্ট) সন্ধ্যায় বুবলী তার ভেরিফাইড পেইজে এক ষ্ট্যাটাসে নোয়াখালি বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর কথা জানান। সাথে বন্যার্ত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পৌঁছে দেন বিশুদ্ধ পানি। শুকনো খাবার। স্যালাইনসহ অন্যান্য সামগ্রী।

বুবলী লিখেন, সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্থ মানুষ গুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাঁদের কাছে এসব পৌঁছানো এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ। কারন বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক। গ্রামের ভেতরের দিকে পৌঁছানো।

তিনি বলেন, তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেনো তাঁদের প্রাপ্য উপহার সামগ্রী গুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM