রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, নতুন বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম) পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক আদেশে বাংলাদেশ ব্যাংক আগের পর্ষদ বাতিল ঘোষণা করে। একইসাথে তিনজন শেয়ারহোল্ডার পরিচালকসহ দুইজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং সুশাসন নিশ্চিত ও জনস্বার্থে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন, মো. নজরুল ইসলাম স্বপন, মো. নুরুল আমিন ও অঞ্জন কুমার সাহা। এছাড়া, স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন, এস এম রেজাউল করিম ও খন্দকার মামুন

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM