সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বিয়ে করছেন কে-ড্রামা তারকা জো বো-আহ

বিনোদন ডেস্ক: বিয়ে করতে যাচ্ছেন কোরিয়ান অভিনেত্রী জো বো-আহ। জানা গেছে, দীর্ঘদিনের প্রেমিককেই বিয়ে করছেন এই কে-ড্রামা তারকা। তবে অভিনেত্রীর হবু বর বিনোদন অঙ্গনের কেউ নন।

চলতি বছরের অক্টোবরেই বিয়ে করবেন জো বো-আহ। স্বজন ও কাছের বন্ধুদের উপস্থিতিতে ওয়াকার হিল নামের একটি হোটেলে বিয়ের আসর বসবে তাদের। গত ২৮ আগস্ট কোরিয়ান গণমাধ্যম ‘জেটিবিসি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের বিয়ে নিয়ে কথা বলেন জো বো-আহ।

নতুন একটি নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন জো বো-আহ। এতে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণ কোরিয়ার এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা কিম সু হিউন। ব্যবসা-বাণিজ্যকেন্দ্রিক গল্প নিয়ে বানানো হবে নাটকটি। শিগগিরই শুটিংয়ে অংশ নেবেন তিনি।

মূলত টিভি সিরিজ খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে তাকে। তার অভিনীত সিরিজগুলোর মধ্যে রয়েছে— ‘টেল অব দ্য নাইন টেইল্ড’, ‘ডেস্টিনড উইথ ইউ’, ‘মিলিটারি প্রসিকিউটর ডোবারম্যান’।

জো বো-আহর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘গুডবাই টু গুডবাই’, ‘মাই স্ট্রেঞ্জ হিরো’, ‘ফরেস্ট’। জো বো-আহ ‘ইনোসেন্ট থিং’সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM