সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সাফের শিরোপা গণআন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করা হলো

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে এ কীর্তি অর্জিত হয়। এ শিরোপা গণআন্দোলনে শহীদ ছাত্র-জনতাকে উৎসর্গ করেছেন দলের কোচ মারুফুল হক ও ফাইনালের অন্যতম গোলদাতা রাব্বি হোসেন রাহুল।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক বলেন, ‘আমাদের এই সাফল্য, এই ট্রফি ও আমার এই অর্জন, উৎসর্গ করতে চাই তাদের প্রতি, যারা সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন।’

এ ছাড়া ফাইনালে জোড়া করে মিরাজুল ইসলাম জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। নেপালের বিপক্ষে ফাইনালে নিজে দুই গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও এক গোল।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মিরাজুল বলেন, ‘আমরা আজ নিজের জন্য খেলিনি, দেশের সবার জন্যই খেলেছি। নেপালও ভালো খেলেছে, আল্লাহ আমাদের সহায় হয়েছেন, আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

এর আগে টুর্নামেন্টের শুরুর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে বাংলাদেশ দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম গোল করে মিরাজুল ভিন্ন এক টি শার্ট প্রদর্শন করে আবু সাঈদ-মুগ্ধকে স্মরণ করেছিলেন।

এনএইচ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM