জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পেলেন ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-২ আসনে সম্ভাব্য প্রার্থী নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের আলোচনা ও গুঞ্জনের অবসান ঘটল।
এর আগে দলের মহাসচিব ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। জেলার অন্য দুটি আসনের মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
ডা. আব্দুস সালামের নাম ঘোষণার পর তার নিজ উপজেলা বালিয়াডাঙ্গীতে উৎসবের আমেজ বিস্তার করছে। উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, সৃষ্টিকর্তা যেন ডা. সালামের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। তবে যাই হোক, এখন সুযোগ এসেছে। মান-অভিমান ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি নেতা মান্নান বলেন, এ ঘোষণা আমাদের কাছে সবচেয়ে প্রত্যাশিত ছিল। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়েই আমরা মাঠে সর্বশক্তি নিয়ে নামব। ডা. সালাম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যুক্ত। তার নাম ঘোষণায় নেতাকর্মীরা আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, সংগঠনে সেই আগের প্রাণচাঞ্চল্য ফিরে আসছে।
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালামের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান।