বৃহস্পতিবার | ৮ জানুয়ারি, ২০২৬ | ২৪ পৌষ, ১৪৩২

এ বছরে ৩২৫৮ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৫৮ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ ফেরত পাঠানোর ঘটনা এটি। গত দেড় দশকে মোট ১৮,৮২২ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠায় আমেরিকা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভারতের রাজ্যসভায় এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর হিন্দুস্থান টাইমস

এস জয়শঙ্কর বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে যে ৩ হাজার ২৫৮ জনকে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে ২ হাজার ৩২ জন সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। বাকি ১ হাজার ২২৬ জনকে মার্কিন কর্তৃপক্ষের বিশেষ চার্টার ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে।

গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল ১ হাজার ৩৬৮। ২০২৩ সালে ৬১৭ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র ফেরত পাঠায়। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আনুমানিক সাত লাখ ২৫ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী বসবাস করছে। যা মেক্সিকো ও এল সালভাদরের পর তৃতীয় সর্বোচ্চ সংখ্যা।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মোট ১৮ হাজার ভারতীয়কে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানো শুরু হয়।

জয়শঙ্কর জানান, ভারত সরকার অবৈধ অভিবাসন রোধ, মানবপাচার চক্র চিহ্নিতকরণ এবং বিদেশে আটকে পড়া নাগরিকদের সহায়তা প্রদানে সক্রিয়ভাবে কাজ করছে।

ভারত যুক্তরাষ্ট্র

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM