শুক্রবার | ৯ জানুয়ারি, ২০২৬ | ২৫ পৌষ, ১৪৩২

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ধোবাউড়ায় মিলাদ মাহফিল

প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ): বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ২৫ নভেম্বর (মঙ্গলবার) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি চেয়ারপার্সনের আশু রোগমুক্তি কামনা ছাড়াও দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

ধোবাউড়া বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার বাদ আসর উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল।

আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ও পোড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, অধ্যাপক মাজহারুল ইসলাম, সাবেক যুবদল নেতা কবিরুল ইসলাম, নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
###

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM