রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

হান্নানের সহযোগীর দুই ফ্ল্যাট জব্দ, ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগ থাকায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সহযোগী সানজিদা আক্তারের নামে ঢাকার নিকুঞ্জে থাকা ৯৫ লাখ টাকার দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকের ১০ হিসাবে থাকা ৪০ লাখ ৫৬ হাজার ৪৮৩ টাকা জব্দের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মাহমুদুল হাসান ফ্ল্যাট দুটি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শেষে গত ২৭ জুলাই মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকালে রেকর্ডপত্র ও জব্দকৃত আলামত পর্যালোচনায় দেখা যায়, এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিভিন্ন সময় অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করার উদ্দেশ্যে তার শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে ক্রয় করেছেন এবং এ বিষয়ে সানজিদা আক্তার তাকে সহযোগিতা করেছেন।

তদন্তকালে জানা যায়, শেখ আব্দুল হান্নান সানজিদা আকতারের নামে ঢাকা মহানগরীর খিলক্ষেত এলাকার নিকুঞ্জ-২ এ মোট ৯৫ লাখ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট করে দিয়েছেন। এছাড়া বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লক্ষ টাকার এফডিআর সংরক্ষিত আছে এবং তল্লাশিকালে তার বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মর্মে প্রতীয়মান হয়।

তদন্তকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, সানজিদা আক্তার এসব স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্থান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তদন্ত নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধার করা দুরুহ হয়ে পরবে। এজন্য শেখ আব্দুল হান্নানের সহযোগী সানজিদা আক্তারের এসব স্থাবর সম্পদসমূহ জরুরী ভিত্তিতে ক্রোক এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM