রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটকদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীন বাঘাডাংঙ্গা সীমান্তে টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

অন্যদিকে, রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM