শুক্রবার | ৯ জানুয়ারি, ২০২৬ | ২৫ পৌষ, ১৪৩২

প্রেম কি ‘২ মিনিটের নুডলস’?

নিজস্ব প্রতিবেদক: ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তাকে ‘টালিউড কুইন’ হিসেবেই চেনেন ভক্তরা। কাজের পাশাপাশি, তার মার্জিত ব্যবহার এবং ব্যক্তিগত জীবন— সবকিছু নিয়েই তিনি চর্চায় থাকেন, যার বেশিরভাগই ইতিবাচক। তবে নিজের ব্যক্তিগত জীবন বা প্রেম নিয়ে তাকে খুব একটা প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না। এবার, নতুন প্রজন্মের ভক্তদের প্রেম নিয়ে বিশেষ টিপস দিলেন কোয়েল!

সম্প্রতি সংগীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে নতুন প্রজন্মের জন্য ‘ডেটিং টিপস’ দিতে বলা হয়। জবাবে কোয়েল যা বলেন, তা মন ছুঁয়ে গেছে অনুরাগীদের।

কোয়েল বলেন, ‘সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয়। এ রকম নয় যে প্রতিটি সময়, প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হবে, খুব খুশির হবে বা হ্যাপেনিং হবে। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা থাকে, একটা লয়ালিটি থাকে।’

সম্পর্কের স্থায়িত্বের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘তাই জামাকাপড় বদলানোর মতো এটা ভালো লাগছে না তো ওটা। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে আর ভালো লাগছে না, তো নীল জামাটা পরি। সম্পর্ক বিষয়টা কিন্তু সে রকম নয়।’

নিজের এই দর্শন ব্যাখ্যা করে কোয়েল অকপটে স্বীকার করেন, ‘হয়তো আমি একটু পুরনোপন্থি, আর আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।’

কোয়েলের এই গভীর পর্যবেক্ষণে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘একদম সঠিক কথা।’ আরেকজন লিখেছেন, ‘তুমি ওভাবে ভালোবাসতে ভালোবাসো, আর তাই আমরা তোমাকে সব সময় ভালোবাসি।’ অন্য একজন লেখেন, ‘এ কারণেই তুমি টালি কুইন।’

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল মল্লিক। ২০২০ সালে তাদের সংসারে আসে প্রথম সন্তান কবীর এবং ২০২৪ সালের ডিসেম্বরে তারা কন্যা কাব্যকে স্বাগত জানান। দুই সন্তান ও স্বামী নিয়ে বেশ সুখেই সংসার করছেন এই অভিনেত্রী।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM