রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

কিশোরগঞ্জে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্য রাজধানীর রাজনীতির মাঠ পেরিয়ে তার নিজ জেলা কিশোরগঞ্জের রাজনীতির মাঠও উত্তপ্ত করে তুলছে। বইছে আলোচনা-সমালোচনার তুফান। পালিত হচ্ছে তার কুশপুত্তলিকা দাহ, ছবিতে থুতু ও জুতা নিক্ষেপের মতো কর্মসূচি।
রোববার সন্ধ্যায় নিজ জেলা কিশোরগঞ্জে ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে এ কর্মসূচি থেকে জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
শিক্ষার্থী খলিলুর রহমান বলেন, ফজলুর রহমানের বক্তব্য অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। আমরা তার বহিষ্কার দাবি করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া বলেন, এই ধরনের বক্তব্যের জন্য ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া সোমবার দুপুরে বলেন, তাকে পছন্দ করি বলেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেক আগেই সতর্ক করেছিলাম। কিন্তু তিনি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে শেষ পর্যন্ত জুলাই আন্দোলনের চেতনা ও ইসলামি রাজনৈতিক দলবিরোধী বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। উনার এমন বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে-এটি কোনো অবস্থায়ই মেনে নেওয়া যায় না।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, ফজলুর রহমান সাহেব একজন বড়মাপের নেতা হয়েও সাম্প্রতিককালে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বন্দনা গাইতে গিয়ে ইসলাম ও বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন নিয়ে, এমনকি তাদের অনেককে রাজাকার বলে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করছেন। এ সময় তিনি এমন রাজনৈতিক বক্তব্য ও আচরণ থেকে তাকে সরে আসার আহ্বান জানান।
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, প্রকৃত অর্থে বিএনপি মুক্তিযুদ্ধের দল। এটা বোঝাতে গিয়ে তিনি অনেক সময় যেসব বক্তব্য রেখেছেন, সেগুলোকে পতিত স্বৈরাচারের দোসরদের মদদে খণ্ডিতভাবে প্রকাশ করে আমাদের নেতার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রয়াস চালানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমি আমার দলকে মুক্তিযুদ্ধের দল বলতে গিয়ে অনেক সময় প্রাসঙ্গিকভাবে অন্যান্য দলমতের কথা বলি। কিন্তু যেভাবে অপপ্রচার হচ্ছে, সেভাবে নয়। আমি সংবাদ সম্মেলন করেও ব্যাখ্যা দিয়েছি যে, আমার পুরো বক্তব্য একসঙ্গে শুনলেই প্রকৃত ধারণা পাওয়া যাবে। খণ্ডিত বক্তব্যে তা বোঝা মুশকিল।
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বিতর্কিত বক্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। তার মন্তব্যের প্রতিবাদে মুখর হয়েছেন ছাত্র-জনতা। ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার বাসার সামনে অবস্থান নিয়েছেন কিছু ছাত্র-জনতা।
এছাড়া রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ জানিয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। ‘উদ্ভট ও শৃঙ্খলাপরিপন্থি’ বক্তব্যের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে ফজলুর রহমান দাবি করেছেন, দেশ-বিদেশ থেকে মব সৃষ্টিকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার জীবন বড় শঙ্কায় আছে বলেও জানান তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM