নিজস্ব প্রতিবেদক: আজকের বিমান বাহিনীর যে বিমান দুর্ঘটনা হয়েছে সেটি ২০১২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কেনা হয়েছিল। সে সময়ে এফ ৭ বিজি আই সিরিজের ১৬টি বিমান কেনা হয়েছি। আমাদের বিমানবাহিনীর অবশিষ্ট এফ-৭ এমবি এর ফ্লিট আর মাত্র ২-৩ বছর এদের আকাশে দেখা যাবে | সাথে সাথে ৯০ এর দশকে কেনা শেষ বিমান গুলো ও অবসরে চলে যাবে |
বিমানগুলোকে ওভারহোলিং করা হয়েছে শেষ বারের মতো | বিমানবাহিনী এই ওভারহোলিং নিজেরাই সম্পন্ন করেছে | “ঠান্ডার ক্যাটস” এর জায়গায় এখন “ট্রেন্ডসেটার” এর মনোগ্রাম জ্বল জ্বল করছে | উল্লেখ্য সর্বমোট ৩টি ধাপে এফ ৭ সিরিজের বিমানগুলো কেনা হয় | ১৯৮৯, ২০০৬ এবং ২০১২ সালে | সর্বমোট ৪১টি এফ ৭ সিরিজের বিমান এখন বিমানবাহিনীতে সার্ভিস আছে | এর মধ্যে এফ ৭ বিজি আই (২০১২) – ১৬টি, এফ ৭ বিজি (২০০৬) ১৫টি এবং এফ ৭ এমবি (১৯৮৯) ৬টি।