রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

বিয়ের খাবারে মাংস কম দেওয়া নিয়ে বর ও কনেপক্ষের মারামারিতে আহত ৬

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৬ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর কনের মামা সোহাগ হোসেন বাদী হয়ে বরপক্ষের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)।

আহত ব্যক্তিদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ধুনটের ঈশ্বরঘাট গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে গত বুধবার বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের একটি মেয়ের বিয়ে হয়। ওই দিন বিয়ে উপলক্ষ্যে প্রীতিভোজে ৬০ জন বরযাত্রীর খাবারের আয়োজন করা হলেও বরের সঙ্গে শতাধিক লোক চলে আসেন। এরপর খাবারে মাংসের পরিমাণ কম হওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় বরপক্ষের হামলায় কনেপক্ষের ৬ জন আহত হন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, বিয়ের খাবারে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কনের মামা সোহাগ হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM