রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

আমেরিকা যাওয়ার পথে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আলী আমজাদ তালুকদারকে (৬৮) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাত আনুমানিক তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আলী আমজাদ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক আলী আমজাদ তালুকদারের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। তিনি প্রায় সময়ই আমেরিকায় বসবাসরত তার পরিবারের কাছে যাওয়া-আসা করতেন। এরই প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ মামলার বিষয়টি বিমানবন্দর পুলিশকে জানানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে আলী আমজাদ তালুকদার আমেরিকায় যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে পুলিশ তাকে আটক করে।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আলী আমজাদ তালুকদারকে আজমিরীগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে৷ এর আগে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম।
প্রসঙ্গত গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হবিগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দায়ের করা একটি মামলায়ও তার নাম রয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM