রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

আখেরি মোনাজাত: টঙ্গীর পথে পথে মুসল্লিদের স্রোত

গাজীপুর: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানের প্রতিটি পথে মুসল্লিদের স্রোত নেমেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আশুলিয়া বেড়িবাঁধ, স্টেশন রোড, টঙ্গী-ভৈরব সড়কসহ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানমুখী প্রতিটি পথে মুসল্লিদের জোয়ার নামে।

এ দিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি ময়দানের দিকে আসতে শুরু করেন। বিভিন্ন যানবাহন ও নৌপথে এবং পায়ে হেঁটে মুসল্লিদের আসতে দেখে গেছে। আখেরি মোনাজাতে শরিক হতে অনেকেই ময়দানের আশপাশে অলিগলি, বাড়ি ও কলকারখানার ছাদে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন সড়ক ও খালি জায়গায় পলিথিন, পত্রিকা, পাটি ও জায়নামাজ বিছিয়ে অবস্থান নিয়েছেন।

মুসল্লিদের পদচারণায় মুখর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী, ঘোড়াশাল ও কামারপাড়া সড়ক। সব মিলে মুসল্লিদের জোয়ারে পরিণত হয়েছে বিশ্ব ইজতেমা ময়দান এলাকা। আখেরি মোনাজাতে অংশ নিতে অনেকেই রাতে ময়দানে এসে অবস্থান নিয়েছেন। লাখো লাখ মুসল্লি জামাতে শরিক হয়ে দোয়া চাইবেন আল্লাহর দরবারে।

শুরায়ি নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত ৩১ জানুয়ারি আম বয়ানে শুরু হওয়া ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হয় ২ ফেব্রুয়ারি। এরপর গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ জোহর আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজনে অংশ নেন শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM