রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

আবারও মা হলেন অভিনেত্রী প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক: আবারও সন্তানের মা হলেন লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ। গত ২৭ জানুয়ারি ফুটফুটে এক পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন।

জানা গেছে, রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এর আগে ২০২২ সালে প্রথমবার মা হয়েছেন এ অভিনেত্রী। ওই সন্তানও ছেলে। এবার দ্বিতীয়বার মা হলেন। এ অনুভূতি প্রসঙ্গে প্রসূন আজাদ বলেন, প্রথমবার অনেক এক্সাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। তখন সন্তানের মুখ দেখে কান্না করেছিলাম।

তিনি আরও বলেন, এবার দ্বিতীয় সন্তানের মা হলাম। এবার সেলফ রেসপেক্টটা অনেক বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি এখন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। তারপর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি।

এর আগে ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর অভিষেক করেন শোবিজে। পরবর্তীতে একাধিক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয়ও করেন। কিন্তু একসময় হঠাৎ করেই রূপালি জগত থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। সবশেষ ‘পদ্মপুরাণ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM