সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

পাড়ার মাস্তান থেকে শত কোটি টাকার মালিক সাবেক এমপি শাওন, দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একইসঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুন্নবী চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার ৯ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাবে মোট ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
এসব অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দুদক মহাপরিচালক জানান, নুরুন্নবী চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM