রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

শাহবাগে ইবতেদায়ি শিক্ষকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

মঙ্গলবার (২৮ জনুয়ারি) সকালে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করা হয়। আজ বেলা ২টার মধ্যে দাবি পূরণের আশ্বাস না পেলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

ইবতেদায়ি শিক্ষকরা বলছেন, একই পাঠ্যবই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু, প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন-ভাতা পান না তারা। এজন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

গত ১৯ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। গত রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। এরপর শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগে ঢুকলে পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM