রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ভারতে ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে নিহত ৬

কলকাতা সংবাদদাতা: ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপেক্ষ ৫০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শহরের বাগপত এলাকায় জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহা-উৎসব’ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বাগপতের জেলা শাসক জানিয়েছেন, ৬৫ ফুট উঁচু ওই মঞ্চটি কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছিল। অতিরিক্ত মানুষের ভারে মঞ্চটি ভেঙে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ভাঙা মঞ্চের নীচে কমপক্ষে ২০-৩০ জন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, প্রতি বছরই জৈনদের এই অনুষ্ঠান হয় বাগপতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন এই সম্প্রদায়ের মানুষ। এবারও এসেছিলেন। তবে অন্য বারের তুলনায় এবার ভিড় বেশি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM