সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বিকল্প পথে সিলেট ছাড়ছেন যাত্রীরা

সিলেট প্রতিনিধি: বেশ কিছু দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সিলেটসহ সারা দেশের ট্রেন চলাচল। আগে থেকেই টিকিট কাটায় এবং ট্রেন চলাচল বন্ধের খবর না জানায় সিলেটে যাত্রীরা স্টেশনে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। এ সময় কেউ কেউ কাউন্টার থেকে টাকা ফেরত নিয়ে বিকল্প পথে সিলেট ছাড়ছেন।

সোমবার (২৮ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি শুরু করেন তারা। সর্বশেষ সোমবার রাত ১০টার দিকে সিলেট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস।

সরেজমিনে দেখা গেছে, স্টেশনে অনেকে ট্রেনের অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ আবার টিকিট ফেরত দিয়ে টাকা নিচ্ছেন। তারা বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

এ সময় আবুল কাশেম নামের এক যাত্রী বলেন, “ভাগ্য ভালো রেলওয়ে স্টেশনের পাশেই বাস টার্মিনাল। এ জন্য বেশি বেগ পোহাতে হচ্ছে না।”

স্টেশন থেকে ঢাকাগামী যাত্রী রবিন হোসেন বলেন, “আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। মধ্য রাত থেকে যে ট্রেন চলাচল বন্ধ থাকবে এ খবর জানতাম না। তাই না জেনে স্টেশনে এসে চরম ভোগান্তিতে পড়েছি।”

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, “সিলেট থেকে কেবল উদয়ন ট্রেন ছেড়ে গেছে। রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এর পর থেকে আর কোনো ট্রেন ছেড়ে যায়নি।”

জানা যায়, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

সমস্যার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের কর্মকর্তারা। তবে বৈঠকে কোনো সমাধান আসেনি।

বৈঠক থেকে বের হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. সাইদুর রহমান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM