রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ভুল স্বীকার করে উর্বশী বললেন, আমি ভেবেচিন্তে কিছু বলিনি

বিনোদন ডেস্ক: সাইফ আলী খানকে দুর্বৃত্তের হামলা নিয়ে অনেকের মতো অভিনেত্রী উর্বশী রাউতেলাও দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা’। কিন্তু এই মন্তব্যের ভিডিওটি প্রকাশের পর এই বলিউড তারকাকে নিয়ে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে।

অনেকের দাবি, সাইফকে নিয়ে কথা বলার ছলে উর্বশী তাঁর ব্যবহৃত ব্র্যান্ডেড ঘড়ি ও সিনেমার প্রচারণাকেই প্রাধান্য দিয়েছেন। এ নিয়ে যখন নেটিজেনরা সমালোচনায় মেতেছেন, তখন থেকে অনুশোচনায় ভুগতে শুরু করেছেন উর্বশী।

নিজের ভুল স্বীকার করে ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, কথা বলার বিষয়ে আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল। উত্তর দেওয়ার ক্ষেত্রেও আরও একটু ভাবলে হয়তো এমনটা হতো না। আমার কিছু কথা কারও খারাপ লাগতে পারে, এটা একেবারেই সত্যি। তবে যা হয়েছে, সেটা একেবারেই কাকতালীয়। এত ভেবেচিন্তে আমি কিছু বলিনি।’

উর্বশীর এ অনুশোচনা ও সরল স্বীকারোক্তিতে নেটিজেনরাও নেতিবাচক কথা বলা থামিয়ে দিয়েছেন। উল্টো অভিনেত্রীর এই ভুল বুঝতে পারা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার বিষয়টি তাঁর ক্যারিয়ারের জন্য মঙ্গল বলেও মত প্রকাশ করেছেন নেটিজেনদের অনেকে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM