রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

১০ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশের অন্তত ১৫টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুমিরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে ১০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি।

সোমবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ভয়াবহতা কমলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার টিএনটি রোডের সামনে ওয়াজেদ মার্কেটের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিক নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয় লোকজন। মুহূর্তেই চারদিক ছড়িয়ে পড়ে আগুন। এতে আশপাশের দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর মধ্যে রয়েছে, ফার্নিচারের শো-রুম, স্টেশনারি, গার্মেন্টসের জুট, চা স্টল, জ্বালানি তেলের দোকান ও রড সিমেন্টের দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চার ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুই ইউনিট। সোমবার সকালেও তারা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ওয়াজেদ মার্কেটের মালিক জহির বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জ্বালানি তেলের দোকানে থেকে আগুনে সূত্রপাত হয়। এতে প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, খবর পেয়ে কুমিরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসে পযায়ক্রমে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM