রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

যে তারকারা পাচ্ছেন পদ্ম পুরস্কার

বিনোদন ডেস্ক: ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার পদ্ম। শনিবার (২৫ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।

পদ্ম অ্যাওয়ার্ডের ওয়েবসাইট অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় পদ্ম পুরস্কার। এগুলো হলো— পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবার পদ্মবিভূষণ বিভাগে ৭ জন, পদ্মভূষণ বিভাগে ১৯ জন এবং পদ্মশ্রী বিভাগে ১১৩ জন এই পুরস্কার পাচ্ছেন।

সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো এবারের তালিকায় ভারতীয় বেশ কজন তারকার নাম রয়েছে। চলুন জেনে নিই কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন—

পদ্মবিভূষণ
১. কুমুদিনি রজনীকান্ত লাখিয়া
২. লক্ষ্মীনারায়ণ সুব্রহ্মণ্যম
৩. শারদা সিনহা (মরনোত্তর)

পদ্মভূষণ
১. অনন্ত নাগ
২. যতীন গোস্বামী
৩. নান্দামুরী বালাকৃষ্ণা
৪. পঙ্কজ উদাস (মরনোত্তর)
৫. অজিত কুমার
৬. শেখর কাপুর
৭. শোভনা চন্দ্রকুমার

পদ্মশ্রী
১. অদ্বৈতচরণ গদানায়ক
২. অচ্যুত রামচন্দ্র পালভ
৩. অরিজিৎ সিং
৪. অশোক লক্ষ্মণ সরাফ
৫. অশ্বিনী ভিদে দেশপান্ডে
৬. ব্যারি গডফ্রে জন
৭. বেগম বাতুল
৮. ভারত গুপ্তা
৯. ভেরু সিং চৌহান
১০. ভীমভবা দোদ্দাবসপ্পা শিলেকা থারা
১১. দুর্গা চরণ রণবীর
১২. ফারুক আহমেদ মীর
১৩. গোকুল চন্দ্র দাস
১৪. গুরুভায়ুর দোরাই
১৫. হরচন্দন সিং ভাট্টি
১৬. হরজিন্দর সিং শ্রীনগর
ওয়াল
১৭. হাসান রঘু
১৮. জসপিন্দর নারুলা
১৯. জয়নচরণ বাথারি
২০. কে ওমানাকুট্টি আম্মা
২১. মাদুগুলা নাগাফানি শর্মা
২২. মহাবীর নায়ক
২৩. মমতা শঙ্কর

এ ছাড়াও এই বিভাগে আরো বেশ কজন শিল্পী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM