রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

পুতিনের সাথে বসতে প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধের অবসান নিশ্চিত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স শুক্রবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

যদিও গত মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে আভাস দেন ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে রাজি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

এর আগে ট্রাম্প অনেকবার ঘোষণা করেছেন যে তিনি তার ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি করবেন। তবে তার উপদেষ্টারা এখন স্বীকার করছেন যে যুদ্ধের সমাধান হতে বেশ কয়েক মাস সময় লাগবে।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে বুধবার ট্রাম্প বলেন, “আমি সত্যিই চাই দ্রুতই রুশ প্রেসিডেন্টের সাথে দেখা করে এই যুদ্ধের অবসান ঘটাতে।”

হোয়াইট হাউসে এর পরের দিন ফের ট্রাম্প বলেন, “আমি শুনেছি, পুতিন আমার সাথে দেখা করতে চান। আমি অবিলম্বে তার সাথে সাক্ষাত করব।”

গত সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।

গত মঙ্গলবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে এক সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, পুতিন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি না হন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দেবেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘খুব সম্ভবত।’

বরাবরের মতোই ট্রাম্প গতকালের সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি যদি ক্ষমতায় থাকতেন, তাহলে এ যুদ্ধই বাধত না।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM