রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ব্রুনোর শেষ মুহূর্তের গোলে ইউনাইটেডের জয়; হাপ ছেড়ে বাঁচলেন আমোরিম

স্পোর্টস ডেস্ক: ম্যাচশেষে ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা তাদের গানের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের নাম ঢুকিয়ে দিলেন। তবে এই পর্তুগিজ কোচ সাফ জানিয়ে দিলেন, তিনি এখনও এই সম্মান পাওয়ার যোগ্য নয়! ব্যাপারটা খুব একটা ভুল বলেননি হয়তো এই ৩৯ বছর বয়সী কোচ। কারণ তার দল যে, ইউরোপা লিগের ম্যাচে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) রাতে রেঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে, তাতে তার কৌশল তো আরও একবার মুখ থুবড়ে পড়তে নিয়েছিল! স্বদেশি ফুটবলার ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহুর্তের নাটকীয় গোলে কঠিন সমালোচনার হাত থেকে বাঁচলেন ম্যান ইউনাইটেড কোচ আমোরিম।

প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে ম্যান ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়িয়েছিলেন রেড ডেভিলদের ডাচ ডিফেন্ডার ডি লিট । তবে লেনি ইয়োরোর রেঞ্জার্স ডিফেন্ডার ডেভি প্রপারকে ফাউল করার কারণে গোলটি বাতিল করা হয়।

বিরতির পরপরই রেঞ্জার্স গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্নার বল ভুলভাবে ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল পাঠিয়ে দেন, ফলে ইউনাইটেড লিড নেয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে রেঞ্জার্সের বদলি খেলোয়াড় সিরিল ডেসারস গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে যোগকরা সময়ে (৯২ মিনিট) ব্রুনোর অসাধারণ গোল রেড ডেভিলদের জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে ৩২ দল নিয়ে করা রবিন রাউন্ড ইউরোপা লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড, টেবিলের ১৫ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ ১৬-এ সরাসরি যোগ্যতা অর্জনের পথে বেশ ভালোভাবে রয়েছে।

প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের সংগ্রামের মাঝেও এটি ইউরোপা লিগে তাদের টানা চতুর্থ জয়। এই কারণেই ব্রুনোর জয়সূচক গোলের পর শান্ত স্বভাবের ইউনাইটেড কোচকে বাতাসে মুষ্টিবদ্ধ ঘুষি মেরে উদযাপন করতে দেখা গেল। ম্যাচ শেষে আমোরিম বলনে, “আমরা জানতাম খেলাটা কঠিন হবে। তবে ওই মুহূর্তে ড্রটা আমাদের জন্য ন্যায্য হতো না, জয়টাই আমাদের প্রাপ্য ছিল।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM