শুক্রবার | ৯ জানুয়ারি, ২০২৬ | ২৫ পৌষ, ১৪৩২

ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি: পটুয়াখালীতে নির্বাচন অফিসে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।

২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।’’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীতে নির্বাচন অফিসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ইসি মাছউদ বলেন, “আমরা জা‌তিকে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনভাবেই প্রভাবিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টার ঘো‌ষিত সময়ের মধ্যে নির্বাচন হবে। ভোট গ্রহণের প‌রিবেশ সুন্দরভাবে তৈরি হবে।’’

তিনি বলেন, “সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না।”

‘‘ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার’’- যোগ করেন তিনি।

সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে সভায় পটুয়াখালী সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। এ ছাড়াও জেলার নির্বাচন সংশ্লিষ্ট ব‌্যক্তিরা বি‌ভিন্ন গণমাধ‌্যমের সংবাদকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM