সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

১২ কিলোমিটার ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ১২ কিলোমিটার ধাওয়া দিয়ে দুই ডাকাতকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত রাত পৌনে ১০টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়ূর ব্রিজের পূর্ব পার্শ্বে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা এলাকার বরকত উল্লাহর ছেলে রিয়াদ আলী (৩০) ও মোড়েলগঞ্জ উপজেলার ঢুলিগাতি এলাকার মৃত. অ্যাকেন আলীর ছেলে শেখ সুমন ওরফে মিজান (৩৫)।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে পুলিশ একটি ট্রাক চ্যালেঞ্জ করে। এ সময় ট্রাক থেকে রিয়াদ আলী লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। শেখ সুমন নামের অপরজন ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন। প্রায় ১২ কিলোমিটার ধাওয়া দিয়ে পুলিশ ট্রাকসহ শেখ সুমনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। আটক ট্রাকটি সোনাডাঙ্গা থানায় জব্দ করা হয়েছে। এছাড়া, দুই ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM