রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

কমিশন নয়, উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা রয়েছে : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আপাতত শিক্ষা সংস্কার কমিশন গঠনের কোনো চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, শিক্ষা কমিশনের কথা মনে পড়লেই আগের কমিশন বা নীতির ব্যর্থতার কথা মনে পড়ে যায়। তাই নতুন কমিশন গঠনের চেয়ে শিক্ষা প্রশাসনে দুর্নীতি কমাতে হবে এবং স্থিরতা আনতে হবে।

বুধবার (২২ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’র সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করতে হবে। সব কিছুর পর শেষদিকে এসে কমিশন না করে একটি শিক্ষা উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা রয়েছে।

তিনি আরও বলেন, শেষ দিকে একটা ‘শিক্ষা উপদেষ্টা পরিষদ’ হয়ত তৈরি করে দেব। তবে শিক্ষা কমিশন বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয়।

উপদেষ্টা বলেন, শিক্ষা প্রশাসনের দুর্নীতি একদিনে সমাধান করা সম্ভব নয়। আমি মন্ত্রণালয়ে একবার বলেছি, দুর্নীতি মুক্ত করতে চাই। সেটি মন্ত্রণালয়ের সবাই শুনেছে। কিন্তু এই বার্তা শিক্ষার অধিদপ্তরগুলোতেও দিতে হবে। তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে।

মতবিনিময় সভায় ইরাব সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM