সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

‘বিপ্লব ব্যর্থ হলে আ. লীগ সবাইকে ফাঁসিতে ঝোলাবে’

ঝিনাইদহ প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘‘জুলাই বিপ্লবে সম্পৃক্ত রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে, তাহলে বিপ্লব ব্যর্থ হবে। আর বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ আবার দেশে ফিরে কাউকে রেহায় দেবে না, সবাইকে ফাঁসিতে ঝোলাবে। তাই নিজেদের মধ্যে একতা ধরে রাখুন।’’

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং মাদক, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘‘শেখ হাসিনা বাংলাদেশে এক ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করেছিল। গত ১৬ বছরে দলটির নেতাকর্মীরা দেশে লুটপাট, চাঁদাবাজি, গণহত্যা, গুম, খুনের ভয়াল রাজত্ব কায়েম করেছিল।’’

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ এখন পর্যন্ত দেশে দুই বার গণহত্যা চালিয়েছে। তাদের তৃতীয় বার আর গণহত্যার সুযোগ দেওয়া হবে না। দেশে আওয়ামী রেজিমের পতন ঘটেছে। এই দেশে আর তাদের রাজনীতি চলবে না।’’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM