রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ছুটলেন চিকিৎসকের কাছে, হঠাৎ কী হলো জয়া আহসানের

বিনোদন ডেস্ক: দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড থেকে টলিউডের গণ্ডি পেরিয়ে তিনি বলিউডেও পা রেখেছেন।

কাজ হোক বা ব্যক্তিগত জীবন সবটা নিয়েই অভিনেত্রী থাকেন চর্চায়। কিন্তু এর মাঝে আমচাকই পোষ্যকে নিয়ে ছুটলেন চিকিৎসকের কাছে!
লিখলেন তিনি ও তার পোষ্য নাকি ভুগছেন একই অসুখে! হঠাৎ কী হল নায়িকার?

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে একটি ভিডিও পোস্ট করেন জয়া আহসান। সেখানে দেখা যায় নিজেকে ও পোষ্যকে গরম পোশাকে ঢেকে গাড়িতে করে চিকিৎসকের কাছে যাচ্ছেন অভিনেত্রী।

ভিডিওটি পোস্ট করে নায়িকা ক্যাপশনে জয়া আহসান লেখেন, আমার বাড়ির সবচেয়ে ছোট সদস্য জিমির সঙ্গে আলাপ করুন। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গিয়েছে।

অভিনেত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা কমেন্টে ভরে গিয়েছে। এই শীতের সময়ে এখন ঘরে ঘরে সর্দি-কাশি। তাই এক অনুরাগী লিখেছেন, তোমাদের দুজনকেই সুন্দর লাগছে। জানো আমারও অবস্থা তোমাদের মতো। আমারও খুব সর্দি-কাশি হয়েছে, কান-নাক সব বন্ধ, কিন্তু তবুও পার্টি করছি। তোমরা দুজন নিজের স্বাস্থ্যের খুব যত্ন নাও।

এ মুহূর্তে জয়া আহসান ‘জিম্মি’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং করছেন। এতে তিনি একজন সরকারি চাকরিজীবী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

এদিকে বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM